সম্পাদকের কথা

পুজোর রেশ কাটতে না কাটতে গুটি গুটি পায়ে হাজির হয়েছে শীত। গাছের পাতাঝরা দেখতে দেখতে বেরিয়ে পড়ছে লেপ-কম্বল-মাফলার-সোয়েটার। সঙ্গে দোসর অসময়ের নিম্নচাপ। উত্তুরে হাওয়া খবর দিল রসগোল্লার একচেটিয়া অধিকার বাংলারই, যদিও ‘কানাঘুসো’ শোনা যাচ্ছে কপিরাইট আসলে মিলেছে ‘বাংলার রসগোল্লা’র। বেশ কিছু দিন ধরেই এ নিয়ে জল্পনা চলছিল, যদিও তাতে রসগোল্লার বিক্রি কম বা বেশি কিছু হয়নি। রসগোল্লা নিজে কখনও ‘আমার জন্ম কোথায়’ বলে মেগাসিরিয়ালের নায়কের মতো কৌতূহলী হয়ে উঠবে— সে সুযোগ পায়নি।

আকাশে বাতাসে এখন ‘ডেঙ্গি দেখব না’, ‘ডেঙ্গি শুনব না’, ‘ডেঙ্গি বলব না’— তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনন্ত সওয়াল-জবাব, অগণন রঙ্গরসিকতা এবং অমিত প্রগল্‌ভতা। কথাসরিৎসাগরে তুফানের মধ্যে চিন্তা একটাই- রোগ চেপে রাখলে, সারে না, বাড়ে। ইতিমধ্যে ‘কালোটাকা’ রোগের চিকিচ্ছের বর্ষপূর্তি হয়েছে। তবে ‘জিএসটি’ নাগরদোলার সুবাদে সাধারণ মানুষের ভোগান্তির লিস্ট ক্রমবর্ধমান।

এতকিছুর মাঝে হাজির হয়েছি আবার। যা কিছু পেয়েছি আপনাদের মতো গুণী মানুষজনের কাছ থেকে, তাই নিয়ে সাজিয়েছি এই আনন্দের ডালি। পত্রিকা ভালো লাগলে জানান, খারাপ লাগলেও। মাথা পেতে আপনাদের মতামত নিয়ে ভুলচুক শুধরে নেওয়ার চেষ্টা করব।

এবারের মত এটুকুই। ভালো থাকুন, আনন্দে থাকুন।

পরবাসিয়া পাঁচালী