বৃষ্টি কোথায় ? - সুস্মিতা দাস

ছবির সৌজন্যে

বাহিরে বৃষ্টি নেই;
শুকনো পথঘাট,
শুকনো ফুটিফাটা বিকেল, অস্তগামী।

পুড়ছে আরও পুড়ছে...
নিভৃতে, সন্তর্পণে,
ছড়িয়ে যাচ্ছে ডালপালায়।

নিভু নিভু আগুনে;
বিস্তার প্রমাণ;
নিষ্কৃতি অন্য ঠিকানায়।

রুদ্ধ দেওয়ালগুলির, ভিন্ন
চাবিরা এখন মৃত;
মুক্তির জল শূন্যের দিকে।

অকালবৈশাখীর অতর্কিত পূর্বাভাষ;
নিম্নচাপ!
বিভক্ত দিনগুলির পাড় ভাঙে।

অভিশপ্ত বায়ুর খেয়ালখুশি-
আজ ধীরতা চায়;
কিন্তু, বাহিরে বৃষ্টি কোথায়?