বিষাদগাথা - অর্ঘ্যদীপ ঘোষ

চিত্রালংকরণ: কর্ণিকা বিশ্বাস
 
প্রতি সেমেস্টারে প্রেমিকা বদলে নেয় যে যুবক

স্বামীর সাথে মিলিত হবার পূর্বে
প্রাক্তন প্রেমিকের মুখ, কল্পনা করে যে নারী

আমি কি চাইলেও কোনওদিন
তাদের মতো হতে পারি?

পারি নি কিছুই শুধু অপলক
তাকিয়ে থাকা ছাড়া;
দেখেছি এক আশ্চর্য নীল আলোয়
ঈর্ষা টবে ফুটে ওঠে কান্নার ফুল

আজন্মকালের ভুল অপেক্ষার মাঝে
ছিল বিষাদ বলতে এই -

আমার মৃত্যুতে তোমার বৈধব্যযোগ নেই...