আজকের শপথ - সুদীপ ভট্টাচার্য্য

আজকে আবার নতুন করে সূর্য উদয়
এই পাড়াটাও নতুন নতুন লাগছে মনে।
পুরোনো সব গ্লানিগুলো আজকে উধাও
দাঁড়কাকটাও রঙিন হওয়ার প্রহর গোনে।।
আজকে হবে সব পেয়েছির প্রভাতফেরী
বাতিল হওয়া রঙগুলো ফের মাখবো গায়ে।
আজকে ভাঙুক অসাম্যের ঐ শিকল বেড়ী
বিশ্ববুকে ফেলব যে ছাপ আলগা পায়ে।।
আজকে থেকে সমাজ দূষণ বন্ধ হবে
খুন, ধর্ষন, চোর, ডাকাতি যেই পাবে লোপ।
প্রেম শুধু প্রেম থাকবে লোকের হৃদয় জুড়ে
সমাজ জুড়ে ভালোবাসার বাড়বে প্রকোপ।।
আর ঘুসি নয় এবার করো হাত দুটো জোড়
ক্রোধের ভাষাও নম্র ভাবে বলতে শেখো।
ধৈর্য্য রাখো সমাজখানা ঠিক নেবে মোড়
যদি তুমি খোদার নামে পদ্য লেখো।।
বোম-বন্দুক, জেহাদ-টেহাদ নাইবা হলো
কার্তুজ নয়, লালচে রঙের গোলাপ নিও।
গ্রেনেডটাতে সঞ্চয়িতার শব্দ ঠেসে
সমাজটাকে নাহয় প্রেমের আঘাত দিও।।
কোরান, পুরাণ ছুঁয়ে যে যার দিব্যি করো
আজকে থেকে রক্ত নিয়ে খেলবে না দোল।
গোলাগুলির শব্দগুলো ভুলেই যাবে
শব্দ বলতে বুঝবে শুধু ধামসা-মাদোল।।
গ্রাম হোক বা শহরতলির রাজপথেতে
চলবে না আর ধর্মধারীর সন্ত্রাসী রথ।
জামাত ভাইরা মায়ের মাথা ছুঁয়ে বলো
আজকে থেকে দেশপ্রেমের নিচ্ছ শপথ।।


চিত্রালংকরণ - কর্ণিকা বিশ্বাস