কুটুম কাটাম - শিল্পী দেবাঙ্গী বক্সি

“হে নীলিমা নিষ্পলক, লক্ষ বিধিবিধানের এই কারাতল 
তোমার ও মায়াদণ্ডে ভেঙেছ মায়াবী।”
(নীলিমা, জীবনানন্দ দাশ)


“মাৎসর্য-বিষদশন, কামড়ে রে অনুক্ষণ! 
এই কি লভিলি লাভ,অনাহারে,অনিদ্রায়?”
(আত্মবিলাপ, মাইকেল মধুসূদন দত্ত)


“প্রতিটি শিরা অশ্রুস্রোত বয়ে নিয়ে যাচ্ছে হৃদয়াভিগর্ভে 
শাশ্বত অসুস্থতায় পচে যাচ্ছে মগজের সংক্রামক স্ফুলিঙ্গ 
মা, তুমি আমায় কঙ্কালরূপে ভূমিষ্ঠ করলে না কেন?”
(প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার, মলয় রায়চৌধুরী)