কোন সে সত্তা! - সঞ্চয়িতা দাস

রূপোলী জ্যোৎস্না!
শীতল হাওয়ার শিহরণ সারা শরীরে!
মনটা হারায় ভরা গোধূলির দিনগুলোতে—
সুচিভেদ্দ্য নিকষ কালো অন্ধকারের আকাশে;
মায়াবী চাঁদের মত দীপ্ত তোমার মুখ!
ঠিক যেভাবে চাঁদ তার রূপোলী রাঙতায়—
আষ্টেপৃষ্ঠে মুড়ে রেখেছে গোটা প্রকৃতিটাকে,
সেইভাবেই তোমার মধ্যে মিশে যেতে ইচ্ছে হয়,
অন্তরের পরতে পরতে অনুভব করি তীব্র ভালোবাসা!
সারা গায়ে মেখে নিই থই থই জ্যোৎস্না।
আর চারপাশের এই ধূসরতা প্রশ্ন করে ওঠে—
কোন সত্তাকে ঘিরে এই উষ্ণতা?



চিত্রালংকরণ - কর্ণিকা বিশ্বাস