মৃত্যু

দেবলীনা দেব


যে মৃত্যু ভয়ংকর হয়,
সেই মৃত্যুর গল্প বিখ্যাত হয়;
প্রতি স্পন্দনে অক্সিজেনের অভাবে—
হৃৎপিণ্ড বিকল হবার যে গল্প জুড়ে পাশবিকতা,
সেই গল্প শিহরন জাগায়,
সেই গল্প নেশা ধরায়।

তবে শেষ নিশ্বাস কতটা নিঃস্ব সেই অনুভূতি নেই সেই গল্পে;
সে গল্প একটি মর্মান্তিক ঘটনার পাশবিক বর্ণনা মাত্র।
হৃৎপিণ্ডের শেষ লড়াই অপ্রকাশিত থাকে চিরকাল।
তাই রোজ রাতে, ফেসবুকের দেয়াল হতে গল্প গিলি আমরা,
আর প্রতি ভোরে জেগে উঠি সব ভুলে,
নতুন গল্পের খোঁজে।

অলংকরণ : নীলাদ্রি ভট্টাচার্য্য
মূল ছবি : কোয়াঙ হো শিন