দহন

বিশ্বজিৎ সাহু


নির্জীব কেটে যায় শীতল রাত; তারাদের পড়ন্ত আলোয়
বছর বছর ধরে ঠান্ডা বিছানার বয়স বাড়ে শ্রান্ত মোহনায়।
মনের মোম গড়তে আবশ্যিক জল আগুনের ভাবসম্মিলন
এখানে চাতকের প্রশ্ন বেমানান বৃষ্টি অফুরান থাকে যদি

যদি হাড়মাস কালি করে রাত্রি নামে অকাল, মৃত মন তবু
শরীর একটু গরম হলেই বুক ঠেলে আগুয়ান ফোটে তৃষ্ণা
অশরীরী পথে আগুন ছড়িয়ে আলো পেতে মরিয়া দৃঢ়তা
মত্তমিলনে আলগোছ জেনেও পোড়ার নিমন্ত্রণ সরাসরি

দহনের দুঃখ সবাই জানে, সুখের হাতছানিও নতুন নয়
শুধু প্রলাপ যদি না হয় তবে পুড়তে ভালোবাসেনা কে...

অলংকরণ : প্রমিত নন্দী
মূল ছবি : প্যাট্রিসিয়া কুইঞ্চ