পথটা আরও সোজা

সায়ন রায়



দশ হাজার লোক হেঁটে চলেছে রাস্তায়
একজনের মুখোশ শুধু খোলা
কলকাতার পথে পথে মৃতদেহ পরে আছে
সময়ের হাতে পাঠশালা।
স্বাধীন মানে, পরাধীনতা কম, কম করে
আজ বাধা গুনবে তুমি
বাহার সাজাতে কল্পনা চাই খালি
পালাতে লাগে স্থলভূমি।
যখন এসেছে প্রথম মানুষ, আদম ডাকো যাকে
হেসেছে কখনও আগে?
জল গড়ালেই কান্না হয় না
সুখ দেখাতে লাগে।
তবু হাঁটতে থাকে সবাই, সামনে আরও সামনে
কিন্তু সবার দু চোখ বোজা;
আবছায়া তাই, মরীচিকাতে জিরোয় শুধু বালি
পথটা আরও সোজা।

অলংকরণ : নীলাদ্রি ভট্টাচার্য্য