নিখোঁজ ডায়েরী

অমিত ঠাকুর


চোখের পাতায় যখন ঘুমের ক্লান্তি না থাকে...
না চাইতে কত স্বপ্ন শুধু নিজের মনে আঁকে।
সময় কালের শিকল ভেঙে নিস্তব্ধ বিষণ্নতায়—
সেদিনগুলোয় চুপ থাকার কারণ জানতে চায়।

তার উত্তর আজ প্রতিদিন পথেঘাটে মেলে—
কি হবে আরও দু চার পা অন্ধকারে গেলে...
বাক্স বন্দী অতীত হয়ে মিউজিয়ামে স্থান পেয়ে—
আলতো ঘুমে নেমে আসে আমার দিকে চেয়ে...

মুখের কথা অন্যরকম আর অন্য কথা থাকে মনে,
তার দোহাই দিয়ে নতুন পথে হারিয়ে যায় গোপনে...
যে কথা সেদিন বলার ছিল তা মনেই রয়ে গেল—
সেই কথা না বুঝে নতুন কি আর খুজে পেল?
আজ আছি হয়ত কালও থাকবো শুধু ঠিকানা হারাবে—
কোনোদিন সে কথা বুঝতে পারে আমায় কি আর পাবে!

অলংকরণ : নীলাদ্রি ভট্টাচার্য্য
মূল ছবি : জ্যাকসন পোলক