আক্ষেপ

সোমা বিশ্বাস


অলীক আমার স্বপ্নরা
রৌদ্রপোড়া শরীর নিয়ে
এখনও কী হাতড়াও কিছু?
তোমার মত নিঃসঙ্গতার সঙ্গী হয়েছি আমি
ক্ষ্যাপাটে জীবন কাটাব বলে

যাও তরঙ্গরা একে একে
নিস্তরঙ্গ হই আমি।
বাউল না হতে পারার অবুঝ কষ্টটাকে
আর আঙুলের ডগায় নাচিও না।