অভিসন্ধি

স্নেহাশিস পালিত

যে সমীরণ দিয়েছিল প্রতিশ্রুতি,
স্নিগ্ধ ছোঁয়ায় কুসুম ফোটাবে বলে।
কুঞ্জ ভরিয়ে দেবে মিষ্টি সুবাসে..
সে কথা রাখেনি -
হয়তো রাখতে পারেনি!

প্রকৃতির অনিবার্য নিয়মে সে বাঁধা..
গভীর নিম্নচাপের কড়া নির্দেশে
বইতে হল নির্মম গতিবেগে।
ঝঞ্ঝার বার্তা নিয়ে এল -
প্রলয়ের সমূহ সঙ্কেতে!

হয়তো বা নতুন কোন নির্দেশিকা
অবিদিত সঙ্কেতের মাঝে লুকানো..
সৃষ্টির আপাত সংহার তুচ্ছ সেখানে
বিধির গোপন বিধান -
রেখে যাবে ধ্বংসের আড়ালে!

কথা না রাখা কোন দোষের কিনা..
পরিস্থিতি আর প্রাধান্যের নিক্তিতে
দোষ-গুণ সবই আপেক্ষিক।
ভালোমন্দের নৈর্ব্যক্তিক বিশ্লেষণ -
লেখা হয় কালের গভীরে।