IT গাই

আলমগীর হোসেইন বৈদ্য

টানছে ঘানি –
ID গলায় IT গাই;

আনছে money
প্রাপ্তি লবডঙ্কাটাই!
কমছে জানি
বেঁচে থাকার তাগিদ ভাই;
ভুলতে পানি –
On-the-rocks আর কি চাই!

হপ্তাহান্তে – Cafe Ekante
পকেট সাফ!
সোমবার তাই – মিনিবাসে যাই
rough and tough!

মাসের শেষে
ধরবেই ঠেসে – loan গুলো;
করেছ পাপ?
পশ্চাতাপ – কান মলো।

জীবন চলে –
Excel এর ওই ধার ঘেঁষে;
প্রেয়সী ছলে –
MBA guy – Vegas এ!

বন্ধুরা সব
কেউ আমেরিকা প্যারিস কেউ;
অধমের job
তালা খোলে না Onsite এও!

দীর্ঘ জীবন –
নষ্ট হওয়ার প্রতীক্ষায়;
ধার্মিকজন –
কেয়ামতের ভয় দেখায়!

অধম তবু
ছাইপাঁশ গেলে – লেখেও তায়
কদাচিৎ কভু
কলম পেলে; ঠেকানো দায়..!

রাত্রি শেষে
হ্যাংওভার-ঘোর কাটলে ফের;
খানিক কেশে
মুখোমুখি হয় বাস্তবের।

ভরে ল্যাপ-ট্যাব
Free Ride ক্যাব
চেনা Knot-tie;

Promotion গ্লানি
টেনে চলে ঘানি
বুরবক শালা IT গাই!