সম্পাদকের কথা

প্রিয় বন্ধুরা,

আবার চলে এলাম আমরা পরবাসিয়া পাঁচালীর একটা ঝকঝকে নতুন এক সংখ্যা নিয়ে। এমনিতে এই দিনগুলোতে মন উৎফুল্ল থাকে, কিন্তু এবারে মন ভালো নেই একদম। কারণ লুব্ধক নামক যে বিশাল ছাতাটার তলায় পরবাসিয়ার দল জড়ো হয়, তারই নাটক সংক্রান্ত কার্যক্রমে আমরা ইতি টানলাম এই মাসে। আই আই টি গুয়াহাটির ব্রহ্মপুত্র ছাত্রাবাসের music room এ যাত্রা শুরু। প্রথম নাটক আদ্যোপান্ত হাসির নাটক চোখে আঙুল দাদা। তারপর আরো দু খানা হাসির নাটক হারানো প্রাপ্তি আর সল্যুশন এক্স। তারপর নয় নয় করে নাট্যকারের সন্ধানে তিনটি চরিত্র, বিভাব, আন্তিগোনে, এবং ইন্দ্রজিৎ, মরাচাঁদ এর মত নাটক। মাঝে হয়েছে শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে দেবতার জন্ম আর সম্পূর্ণ মৌলিক নাটক অনার্য সভ্যতা। আর যাত্রা শেষ হল শম্ভু মিত্রের কৃষ্ণকৌতুক গর্ভবতী বর্তমান দিয়ে। তবে আমরা আশাবাদী এটা সমাপ্তি নয়, সাময়িক বিরতি। আপাতত লুব্ধক থাকবে দলের সবাই আর দর্শকদের সবার স্মৃতিতে। আর থাকবে পরবাসিয়া পাঁচালী, খুব শীঘ্রই আসছে যার বিশেষ নববর্ষ সংখ্যা। আপাতত এই সংখ্যা পড়ুন, অন্যকে পড়ান আর মতামত জানান কেমন লাগল। এবারের মত এইটুকুই।