লোহার চেয়েও শক্ত

স্বরূপ মুখার্জ্জী

হাতের তালুতে জল ধরে রাখা হলো
আগুনের মুখ বন্ধ হয়ে গেলো,
ব্যক্তিগত কিছু কথা শ্যাম্পেনের জলে রঙীন হয়ে উঠল,
লোহার চেয়েও শক্ত কিছু ধাতব পাত আছে
অথচ সে লোহা নয়...
সুর্যের আলোতে ব্লেডের দেহ থেকে তির্যক ভাবে রশ্মি বের হয়
অথচ লোহাতে মরচে পড়ে,
ইস্পাতীয় কিছু সম্পর্ক মানুষের মধ্যেও আছে
সুর্য রশ্মি না পড়লে অস্তিত্ব বোঝা যায় না,
একটা উল্কা খন্ড বিবর্তনের পথে ঘুরছে
নিভন্ত আগুনের মুখে ছুঁড়ে মারব।