স্নেহ কৌটো

সম্রাট পাল


ঘুমানোর আগে,
প্রিয় মানুষদের হৃদয়ে ঘুরে আসি প্রতি রাতে একবার।
কড়া নাড়লে,
দরজা না খুলে দরজার ওপারে বসে কাঁদতে থাকা মানুষটার সিঁড়িতে ভালোবাসার বৃত্ত এঁকে দিয়ে যাই
ঘুমিয়ে গেলে আসে আমার হৃদয়ে সেই মানবী
জ্যামিতিক হিসাব সেরে ফিরে যায় আপন স্রোতে।

একবার ঘুরে আসি বাবা আর মায়ের হৃদয়ের থেকে,
আমার মত অকৃতজ্ঞ সন্তান পেয়েও যারা আহ্লাদে সওয়ারী বাজায় ।
তাদের বুকে চিন্তার বাতে মলম লাগিয়ে দিই

ঘুরে আসি বোন আর বড়দার হৃদয়ে,
স্নেহের কৌটো রেখে আসি তাদের কাছে সাবধানে
যেন টের না পায়!

নিজের ভিতর ঘুমিয়ে যাই হৃদয়ের গায়ে কম্বল জড়িয়ে।