মনে রেখো

সোনালী মন্ডল আইচ

জলাভাব অথবা
যে কোনো ক্রাইসিস হলে
অত্যাবশ্যক কাজ হল
কয়েকটা দীর্ঘশ্বাস ছাড়া

নিরিবিলি সময়ের ভাঁজে
একটা লম্বা শ্বাস, এতে
হৃদযন্ত্রের বিষের মাত্রা কমে

অহংকারী যৌবন পিছল
এক পা সঠিক
আর এক পায়ে অজস্র ভুল

সন্দেহের ঝাঁঝালো বৃত্ত
নামতে নামতে মাটি ছুঁয়ে
ক্যাকটাস জন্মায়

আসলে তা বাঘনখ
এই রকম সন্ধিক্ষণে
আলিঙ্গন মারাত্মক

ভালোবাসা ড্রাকুলা হয়ে
রক্ত চাইবে!
শরীরের স-ম-স্ত রক্ত!
ডেসডিমোনা সাক্ষী...