আত্মলীন

মৌসুমী ভট্টাচার্য

যে নীল গভীরে ডুবে আছো
একবার শুধু উঠে এসো সেখান থেকে
নিশব্দ পদক্ষেপে যেমন চোখের আড়ালে
রাত আসে.. শিরা-উপশিরায় ছড়ানো থাকে
অন্ধকারের জলসায় সাজানো সুখটান!
ম্যাপল পাতার দিনগুলো ভাসতে ভাসতে
এখন অনেক দূরে.. আমি আপাতত
থেমে আছি কোন স্থির দীর্ঘশ্বাসের
অপেক্ষায়...
অশরীরী হাওয়ারা তোমায় ঘিরে ধরলে
নির্লজ্জ পৃথিবীর দিকে সব বিষ ছুঁড়ে দিয়ে
নির্বিষ নীলে নিজেকে আবারও
ঢেকে নেওয়ার আগে তুমি একবার সাড়া দিও

আমি একটা রাত মৃত্যুর জন্যে সযত্নে রেখেছি..