মনমরা

অঙ্কন ভট্টাচার্য্

অন্তরেতে সুখ লুকায়ে
সুখ খুঁজিছে বাহির পানে।
ঘৃণার ভীড়ে অটুট রহি
আত্মা মজে ঈর্ষা-গানে।
বিকিয়া যায় শুদ্ধ মেজাজ
ধর্ম-শ্রেণী বিভাজনে।
নীরব রোষে, অন্ধকারে,
মন মারা যায় বাঁচার টানে।।