একটি সমুদ্রকথা

সোমেন চক্রবর্তী


খোলা চুলের কথা ভাবতে ভাবতে
তোমাকে ভেবে নিয়েছি একটা সাগর,
ঢেউ খাচ্ছে সরল বাতাস,
সূর্যের উঠা নামা ও তারার পতন সামলে জলজ অধ্যায়,
সৈকতে দাঁড়িয়ে ভেঙে গুঁড়ো হচ্ছে আমার ঝিনুক মন,

একটা অন্য আমি অগোচরে ঢুকে গেছি ভিতরে,
অদ্ভুত অনুভব শিরা উপশিরায় শিহরণ জাগায়,
সাঁতরে যাই নিচে, আরো নিচে,
উপরে যতটা উত্তাল এখানে ততটা স্থিত,
আরো গভীরে গুমোট অন্ধকার
তারপর অনাবৃত রহস্য,
অজস্র ক্ষত দাগ, প্রবাল, শঙ্খ, একটা আলাদা জগৎ,
বহু নাবিকের ফেলে যাওয়া লালা
জাহাজের বীর্য,
তোমার শাড়ীর আঁচলে গাঢ় নীলরং,
চঞ্চল মলাটের খুব গভীরের অন্য ইতিহাস।

সৈকতে ফিরে এসে দেখি
খোলা চুল সরিয়ে এক মিষ্টি হাসি
ঢেকে দিচ্ছে সাগরের যাবতীয় নীল ঢেউ,
চেহারায় জ্বলছে এক অহংকারী সূর্য।