বৃদ্ধি পুষ্পদিন


অভিষেক ঘোষ

শিকড় উৎসমূলে বৃষ্টির আঘাত খোঁজে
পরিতৃপ্তি পাওয়া মাটির রঙে, ঢেকে যায়
কাদাবাড়ি...
এ বিশ্ব তোমার ফুল রেখেছে, কাঁচের ঘরে
বিনাশ বোঝে না তুমি, বোঝ যতটুকু এই
অন্তর বিন্যাসকারি
উদারিত কণ্ঠে প্রদান করছে রামধনু ঢেউ
সূর্যোদয়ের আলোতে বিকশিত যার অক্ষরমালা
সেখানে হাঁটো, কাটো, সমস্ত বল প্রয়োগ করেই,
বুজিয়ে দাও সেই আদবোজা চোখের কল্পময়
নিশ্চিন্ত জ্বালা
যেখানে বসেই তুমি ভেবেছ ফুটে ওঠা পাতায়
ঝড়ের শব্দে কখনই তছনছ হয়নি স্তুপাকৃতমন
তাকে তো তুমি রেখেছিলে, এই অন্ধকার প্রকোপে
বলেছিলে, এখানে শুধুই জল নয়,
দৃঢ় ভালবাসারও প্রয়োজন।