ফাগুন


অভিজিৎ খাঁ



কেন্দু পাতার পাটি বিছানো ছিল সে
পলাশ রাঙা উঠোনে,
তার কোলে ছিল এক ওঁরাও শিশু
আর সে শিশুর কোলে সহজপাঠ।

এত তো সূর্যাস্ত দেখেছি জীবনে,
এত আলো তো দেখিনি কখনো।


লোকে যাদের সুন্দরি বলে থাকে
সেই মেয়েটি সে গোত্রজ নয়।
তবু হাত ধরে ব্যস্ত রেড রোড
পার করে দিলে পর, বৃদ্ধা ভিখারিনী
তার থুতনি ছুঁয়ে চুমো খায়।

এ সামান্য চোখ পুড়তে আর কি
কোন লগ্ন লাগে বলো!