জন্মসূত্রে ধুলো বোর্ডের অংকে


সোনালী মন্ডল আইচ


কেবল সিঁড়ির পর সিঁড়ি
যেন স্বর্গ অবধি
নোটন নোটন পায়রা
এখন ঝোটন বাধেনা
হয়তো পার্লারে যায়

ব্যান্ডেডের বিজ্ঞাপনে লাগসই
লাল রঙ দিলেও
পতপত সংস্কারের ধ্বজায়
ন্যাপকিন এগোতে পারেনা

যুগের ধর্মের শাসানিতে
অর্ধেক লোক দিবানিদ্রায়
বাকিরা ছুতমার্গে কড়া

এ আলাপ মধুর নয়
চিরতার জলের মতো
ঘুম থেকে জাগেনা
এ শব সাধনা

অথচ কাকচক্ষু দীঘির মতো
কানায় কানায় স্বচ্ছ...