সার্থকতা


দেবার্ঘ সেন

একদিন সমস্ত স্বপ্ন ফেলে,
চলে যাব, চলে যাবে সমস্ত দগদগানি।
পথ রয়ে যাবে, হয়ে উঠবে আরও জনবহুল।
সেদিন আর থাকবে না কোনও ভুলের ভয়।

তোমার বাঁ পাশে সমুদ্র রেখে যাবো,
আর ডানপাশে রেখে যাবো পর্বতদেশ।
দুদিকেই ছড়িয়ে দিও দিলখোলা কাগজ
আলগোছে শুকনো বায়ু লিখে যাবে কবিতা

সেদিন, ঠিক সেই দিন আর কোনও সম্ভাবনা থাকবে না;
থাকবে না কোনও অপকেন্দ্র বল
নিজের হাতে তখন নিজেই বুলিও আঙুল
না থাকাদের আবেশে চোখ ভেজালে জল;
কবিতায় চুমু দিও; কবিতাই তোমায় বুকে টেনে নেবে।

আমার না থাকার সার্থকতা কবিতারা করবে পূরণ,
আমাদের না থাকার সার্থকতায়
যেভাবে কবিতা জন্ম নিয়েছিল একদিন।