আবহমান

সনৎ কুমার ব্যানার্জ্জী
Pi (π) একটি গাণিতিক ধ্রুবক। এর মান – ৩.১৪১৫৯২৬৫৩৫৮………। গত তিরিশ বছর ধরে সারা বিশ্বে প্রতি বছর ১৪ই মার্চ (মাস ৩ দিন ১৪) জাতীয় Pi দিবস রূপে এটা পালিত হয়ে আসছে। ২০১৫ সালের ১৪ই মার্চ অর্থাৎ ৩/১৪/১৫ ছিল সুপার Pi দিবস। এ বছর ১৪ই মার্চ Pi দিবস উপলক্ষ্যে আবহমান কবিতাটি লেখা যার পর পর লাইনে শব্দ সংখ্যা Pi এর মান অনুযায়ী রাখা হয়েছে – প্রথম লাইনে তিনটে শব্দ আর এর পর অর্থাৎ দশমিকের পর এগারোটা সংখ্যা।

যা কিছু সান্ত,
অনন্ত
বিরাজ করে তার’ই ভিতরে,
বিশ্বচরাচরে।
যেমন সাগরে বরফের শিলা ভাসে,
তেমনি একই সত্ত্বা ভাসে অগণ্য নামে রূপে, অনন্ত মহাকাশে।
দিবস রাত্রি,
কত কাল ধরে কত অসংখ্য যাত্রী –
এসে নামে এ ধরার খেয়াঘাটে।
সারাটা দিন কাটে,
জীবনের হাটে বৃথাই ঘুরে ফিরে -
সাঁঝবেলায় ফিরে চলে যায় শুন্য হাতে আপন কুটিরে।