দারু চিনি

শুভদীপ পাপলু
প্রবাহের সাথে প্রবাহে ভেসে
টিপটিপ সে,মুদ্রাদোষ
রাতের বুকে দাগ টেনেছেন,
উল্টোডাঙ্গা'র শঙ্খ ঘোষ।

সেমিকোলনের কুচকাওয়াজে,
বদমেজাজী মেঘের ফোঁস
চোরাবালির টাইপরাইটারে
শমন পাঠান শঙ্খ ঘোষ।

মানববোমা,যিশু'র পিতা-
মরছে ক্ষিধেয় ভ্রুণের কোষ,
এরপরেও কুরুক্ষেত্রে
ভীষ্ম সাজেন শঙ্খ ঘোষ।

কনুই মাঝে বাঘের হানা-
হাঁটতে হবে অনেক ক্রোশ,
বিপদ সুখে কম পড়েছে
লাল সেলামের শঙ্খ ঘোষ।

বরফ দেশের চঞ্চলা মেয়ে
বিগ্রহেরই অসন্তোষ,
আখছার দেশ ছাড়ছে জনতা
পায়ে পায়ে সেই-ই শঙ্খ ঘোষ।

চন্দন কাঠে সুন্দরী চিতা
কাঁটাতারে শুয়ে খরগোশ,
গোলাপ কাঁটায় পড়ছে চুঁইয়ে
কয়েক ফোঁটা শঙ্খ ঘোষ।