সম্পাদকের কথা

প্রিয় পাঠকবন্ধুরা,

দীর্ঘ তিন মাস বিরতির পর আবার আগমন ঘটল পরবাসিয়াদের। বিশেষ নববর্ষ সংখ্যার পর পাঠকদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে পত্রিকার উর্ধ্বমুখী গ্রাফ বজায় রাখতে আমরা মাসিক থেকে ত্রৈমাসিক প্রকাশ করব বলেছিলাম। এখন সে কাজে আমরা সফল না ব্যর্থ তা আপনারাই বিচার করবেন।

কলকাতা তথা ভারতের অনেক জায়গায় এখন বর্ষাকাল, যদিও গ্লোবাল ওয়ার্মিং এর কৃপায় হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি মেলেনি। এর মধ্যে গা ছমছমে ভূতের গল্প পড়তে তো দারুণ লাগে। আর তার মাঝে মাঝে কিছু মজার গল্প থাকে? কিংবা এমন কিছু যাতে রয়েছে দুইয়ের একটা জমজমাট মিশেল? এই সব কিছু নিয়েই এবারের বিশেষ অলৌকিক ও হাস্যকৌতুক সংখ্যা। ছোট বড় মিলিয়ে ১৬টা গল্প থাকছে এই সংখ্যায়। নিয়মিত বিভাগে আছে কিছু কবিতা। এছাড়া এই সংখ্যার বিশেষ আকর্ষণ জুনজি ইতোর বিখ্যাত মাঙ্গা ‘The Enigma of Amigara Fault’-র অনুবাদ যা পড়া ও অনুবাদ করতে গিয়ে এই সম্পাদক মশায়ের গায়ের লোম খাড়া, ঘাম ছুটে যাওয়া মানে প্রচন্ড ভয় পেলে মানুষের যা যা হয় সবই হয়েছিল। এই সংখ্যাকে সর্বাঙ্গসুন্দর করেছেন শিল্পী সুমিত রায়, অরিজিৎ ঘোষ আর সুমন মান্না। এছাড়া অনেকদিন পর প্রচ্ছদ এঁকেছেন আমাদের সবার প্রিয় কর্ণিকাদি।

তাহলে আর দেরি কেন, পড়তে শুরু করে দিন। কেমন লাগল অবশ্যই জানাবেন।

ধন্যবাদান্তে,