আরেকটা বাঁক - সায়ক দত্ত

আরেকটা বাঁক
সায়ক দত্ত
আরেকটা বাঁক পেরোলে পরে আগাছা দেখা যায়,
সারি সারি মহীরুহর মাঝে, উদ্ধত।
জীর্ণ, রিক্ত, মূল্যবোধে বন্দী, অসহায় রাখালের মতো
দিগন্তের ততটাই কাছে, যতটা দূরে।

সামাজিক মৌমাছিদের অসামাজিক অনুঘটকীয় চেতনায়
যেভাবে ছড়িয়ে থাকে ক্লেদ,
যেভাবে জড়িয়ে ধরে বাঁচার তাগিদে—
সন্ধ্যার বুকে ফেরা বিহঙ্গ বিহ্বল আবেশ।

বায়বীয় চেতনাও আনাচে কানাচে সেই আবেশের
আগাছা জানে না কত স্থলপথ জুড়ে থাকে দেশ—
কম্পাস নাবিকের, বাতাসের কি বা কাজ তাতে
আরো একটা বাঁক পেরোলে পরে আগাছা দেখা যাবে…