তমসো মা জ্যোতির্গময়ঃ - শুভদীপ পাপলু

তমসো মা জ্যোতির্গময়ঃ
শুভদীপ পাপলু
নাও... এবার নকল লজ্জাবস্ত্র খুলে ফেলো,
হাততালি পড়ছে।
এদিকে মুষলধারে নেমেছে,কফিশপে বৃষ্টি—
উপত্যকার ধারে।

হাত চুঁইয়ে কর্তব্য গড়াচ্ছে,
দাগ লেগেছে গোলাপী ঠোঁট’টায়,
‘দাগ তো ভালো,’ হয়তো বুঝেছো,
‘মেঘ করে আসা কোলকাতা বইমেলায়।’
যতদূর হাঁটবে, পুরোটাই পিচরাস্তা...
প্রতিশোধ নিও, সুজাত বুখারি’র আত্মায়!

যাও... তাকে আমার কথা বোলো,
দগ্ধ হয়েছি জীবিত আসিফা’র চিতায়
একসাথে সবাই মরছি।
একসাথেই সকলে কফি খাবো।
শুধু; তোমার নকল লজ্জাবস্ত্র, খোলার অপেক্ষায়।