ব্ল্যাকবোর্ড, চক ও ডাস্টার - অসীম মালিক

ব্ল্যাকবোর্ড, চক ও ডাস্টার
অসীম মালিক
সাদা চকের দিকে তাকিয়ে,
শূন্য ব্ল্যাকবোর্ড...

দু’জনেই কাছাকাছি আসতে চায়।
ব্ল্যাকবোর্ড চায় চকের আঁচড়,
আর চক চায়—শূন্য ব্ল্যাকবোর্ডের বুকে
সম্ভাবনার চোখ আঁকতে।

শূন্য ব্ল্যাকবোর্ড ও সাদা চকের মাঝে
একটি সবুজ হাতের অনুপস্থিতি
ভীষণ ভাবে টের পায়—
একটি নিঃসঙ্গ ডাস্টার।

ব্ল্যাকবোর্ড ও চক শূন্য দূরত্বে দাঁড়ালে
ডাস্টারের সারা শরীর থেকে ওড়ে
অন্তর্দৃষ্টির চক গুঁড়ো...

ব্ল্যাকবোর্ড, চক ও ডাস্টারের এই পারস্পরিক সম্পর্ক
একটি হাত চায়—যে হাত ছুঁয়ে থাকে
পৃথিবীর সবুজ ক্লাসরুম।

যে হাত শুধু শ্লেটে বা ব্ল্যাকবোর্ডে নয়
মাঠের খাতাতেও লিখতে পারে
অ আ ক খ...