বলে দেওয়া কথা - সুমনা দাসদত্ত

বলে দেওয়া কথা
সুমনা দাসদত্ত
বলে দেওয়া কথাদের পাঁচমাথা মোড়ের
প্রেমিক অপেক্ষা শেষ হয়ে গিয়ে থাকলে
এ অভিসার বৃথা...
কবিতার কপালের লাল টিপ
খুলে রেখে একা পথে হেঁটে ফেরে বাড়ি।
অন্ধকারে সঙ্গী হয় একটা দুটো জোনাকি...

চিতা কি জানে না ভেবেছো আগুনের ধর্ম কি?

নিভে যাওয়া কথাগুলোর সলতেটা
আজ উস্কে দাও
আগুন জ্বলুক আগুন জ্বলুক ওদের ভিতর।
ওই আলোতে
ডাস্টবিনে দলাপাকা কাগজে মুড়ে
যে গল্পগুলো খুন করা হয়েছিল
তাদের জন্য চলো শোকমিছিলে হাঁটি।

আবার নূপুরে ঝুমুর বাজবে বুকে ‘শাওন রাতে যদি’