বিরতির পর - মন্দিরা লস্কর

বিরতির পর
মন্দিরা লস্কর
একটা দীর্ঘ বিরতির পর
সংরক্ষিত আসন থেকে খানিকটা সরে গেলাম।
ঘরের মেঝেতে নিরুদ্দেশ হতে থাকলাম বেদুঈনের মত।
হারিয়ে যাওয়া মানচিত্রে।

যে উপন‍্যাসের শেষের পাতার দিকে পৌঁছানোর অপেক্ষায় ছিলাম,
তার মলাট খুলে ছড়িয়ে পড়েছে বিশাল বনভূমি।
কোথাও কোন ধ্বংসের স্তুপ নেই, নেই ইতিহাস।
সঙ্গম, সৃষ্টি, শিল্প, স্থাপত‍্যে বদলে যাচ্ছে সূচিপত্র।
খুঁজে পাওয়া নকশায়
আজ আবার নতুন করে দেখা কোনারকের সূর্য মন্দির।