ধোঁয়া মেঘ বৃষ্টি - নীলাঞ্জনদেব ভৌমিক

ধোঁয়া মেঘ বৃষ্টি
নীলাঞ্জনদেব ভৌমিক
দূর্বোধ্য হচ্ছে মেঘ ঘনাচ্ছে যত
বুদ্ধি তার নিজের বন্টনে ব্যর্থ আবার
অগত্যা পিঠ মেলে প্রতীক্ষা বৃষ্টির।
তানসেন আজ ভুলেছে মল্লার,
তাই দীর্ঘতর হয় শুষ্ক জিজ্ঞাসা।

খটখট শব্দে ছুটছে বিনসওয়ার পক্ষীরাজ
মেঘ ছুঁতে নয় দেখতেই তার ভাল লাগে,
কৌতুহলের অভাব নিরুত্তরের থেকেও অসহায়
উত্তরের খোঁজে তীর্থযাত্রার বদলে
ছাদে শুয়ে মেঘ দেখি, দূর্বোধ্যতর হয় যত।


উচ্চতার সুবিধে অনেক, নিকট-দারিদ্র ভোলা চলে
দৃষ্টিসীমায় আসে দূরবিস্তৃত লুব্ধ চাতকের শ্রেনী,
সৌন্দর্য মুগ্ধতা আনে,যতক্ষন উচ্চতা থাকে,
যতক্ষন মনে মেঘেদের কৌতুহল ঘোরে,
যতক্ষন না হারিয়ে যাই নীচের চাতকের দলে।

ফোঁটা ফোঁটা জলের মত সহজ বৃষ্টি
আজ না আগামীর সঞ্চয়, যখন দুর্বোধ্যতার মেঘ
দূর কোনো পর্বতের প্রতিবাতে মাথা কুটে,
তৃষ্ণার ফোঁটা হয়ে নামবে মাঠে পর্বতে,
গাছের ডালে পাতায় আর আমার শুকনো ছাদে।